কবিতা

প্রদীপের অন্ধকারে

By mumin

October 09, 2016

প্রদীপের অন্ধকারে তলিয়ে যাচ্ছে সময় হে প্রচ্ছায়া আমার মুখোমুখি দাঁড়িয়ে তোমার অবয়ব পড়ি।

হে পুত্র। সাগর কী তুচ্ছ সাঁতারুর কাছে ভাঙতে ভাঙতে তীর আমি তার করেছি সন্ধান।

বিশাল হাওর বুকে তোমার দিয়ে যায় ছায়া প্রজন্মের পরম্পরা ভেদ করে সুতীব্র আঁধার প্রদীপের অন্ধকারে ঢাকা তবু নিজগ্রাম।

প্রিয় পুত্র। জগৎ শেট যুগে যুগে আসে তুমি প্রদীপের নল ধরে দাও টান সাগরে সন্তরণে লিখো রেখো পিতাজীর নাম।

Comments

comments