কবিতা

পরমুখী

By mumin

August 01, 2017

বাবুই আর চুড়ুইয়ে কথা চালাচালি ঝগড়া প্রতিবাদে করে গালাগালি!

চুড়ুই উঁচুস্বরে গাল দিয়ে বলে ঝড় কিবা তুফানে ভিজে যাস জলে!

শিল্পের বড়াই করে এই তোর দশা! তোর চেয়ে ভালো রয় মাছি আর মশা!

বাবুই গর্ব করে বলেরে চড়াই মিছি মিছি আর তুই করিস না বড়াই,

আমার ভূবন মাঝে আমি যে সুখী, তোর মতো নই আমি কভু পরমুখী!

Comments

comments