কবিতা

দোয়ার কাঙাল

By mumin

November 17, 2016

পাঞ্জাবীর আস্তিনে জমে থাকা ধুলো কিংবা এ কবিতার অক্ষরগুলো মুছে যাবে; ভুলে যাবে আমার কথা এ দীর্ঘ দীর্ঘ রাত সবই কি অযথা!

এই যে আগুনমাখা সুরের মিছিল নিভে যাবে; আকাশের সমস্ত নীল বুকে ধরে হেঁটে যাওয়া ধূসর পথিক হঠাৎ উধাও বুঝি নীলেরও অধিক

আরও নীলতৃষ্ণায় জ্বলে পুড়ে ছাই কোন সে মায়ার টানে হাতটা বাড়াই! কোথাও কি থেকে যায় তবু কিছু রেশ অভিমান যন্ত্রণা অকারণ ক্লেশ…

এই আমি আজ আছি; সংশয়ে কাল দোয়া চাই আমি বড় দোয়ার কাঙাল।

Comments

comments