কবিতা

খোকার আবদার

By mumin

November 15, 2016

একটি বানর ঘ্যানর ঘ্যানর খোকা ধরে বায়না, ডাকছে সে যে-আয়না কাছে আসতে বানর চায় না।

ভেংচি কাটে ঐতো বানর নাচে গাছের ডালে, উল্টো খোকা দেয় ভেংচি নাচে তালে তালে।

গাছ থেকে গাছ যাচ্ছে বানর ডালে ডালে লাফ, বলছে খোকা আর দিবো না আমায় করো মাফ।

আয়না বানর আয়না কাছে দিবো খেতে কলা, চলে গেলে মার খাবিতো আর যে কানে মলা।

Comments

comments