কবিতা

ঈমান জিন্দাবাদ

By mumin

December 05, 2016

কোথায় রে সেই প্রান্ত প্রাণের সাথে প্রাণ মিশে যার নামটি মুসলমান!

কোথায় ঐক্য, বন্ধন কই, কোথায় রে সেই বল খুব শীঘ্রই মার খাবে ওরে ছন্নছাড়ার দল!

খুব দেরি নয় আমাদের হবে রোহিঙ্গাদের হাল পাচ্ছো কি টের? চারদিক ঘেরা ষড়যন্ত্রের জাল!

মুখে ইসলাম তলে তলে করো তাগুতের গোলামি কাল ময়দানে মাহশারে জেনো তোমরাই আসামি!

আমার ভাইয়ের রক্তে যে আজ লালে লাল ওই নাফ ভাসবে পদ্মা-মেঘনা-যমুনা সময়ের অভিশাপ!

বাঁচতে কি চাও? হুংকার দাও, নাও শহীদের স্বাদ মুখে নয় হোক বুকের রক্তে ঈমান জিন্দাবাদ।

Comments

comments