কবিতা

ঈদের দিনে

By mumin

June 25, 2016

রাত পোহালে খুশির দিন করবো সবাই ঈদ, কোলাকুলি ভেঙে দিবে লালিত সব জিদ ।

গরিব ধনী নেই ভেদাভেদ ঈদের দিনের শিক্ষা, এক সারিতে দাঁড়িয়ে সবাই চাইবো রবের ভিক্ষা ।

যাকাত সবাই দিতে হবে গরিব দুঃখীর অধিকার, ঈদের খুশি ভাগ করিতে করবো না কেউ অস্বিকার

নতুন জামা গায়ে দিয়ে পড়বো নামায ঈদগাহে, হউক সকলের প্রতিজ্ঞা জড়াবোনা কলহে ।

চিরতরে দূর হয়ে যাক হিংসা বিদ্বেষ অহঙ্কার, স্বর্গীয় সুখ পেতে হলে কর সবাই অঙ্গীকার ।

Comments

comments