সম্পাদকীয়

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধগতি আজ জনগণের নাভিশ্বাস তুলছে। বিশেষত পেঁয়াজের মূল্য আজ ২০০ টাকা! একশ্রেণির মুনাফাখোর ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে। এতে সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অধিকাংশ মানুষ পেঁয়াজ ছাড়া রান্না করার পদ্ধতি রপ্ত করার চেষ্টা করছেন। কিন্তু সুস্বাদু রান্নার জন্য পেঁয়াজের বিকল্প নেই। রাষ্ট্রের পক্ষ থেকে পরিবহন বিমানে বিদেশ থেকে পেঁয়াজ আনা হচ্ছে। এরপরও অদৃশ্য কারণে পেঁয়াজের আকাশচুম্বি মূল্যের পাগলাঘোড়াকে কোনক্রমেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। দুর্নীতি, দুঃশাসনের যাঁতাকলে আর কত পিষ্ট হব আমরা! যখন সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদের প্রিয় বাংলাদেশের পরেও যারা স্বাধীনতা অর্জন করছে তারা আমাদের পিছনে ফেলে অনেক দূর এগিয়ে গেছে। প্রাকৃতিক সম্পদে ভরপূর আমাদের বাংলাদেশ উন্নত দেশ হওয়ার প্রবল সম্ভবনাময়ী হওয়া সত্ত্বেও দুর্নীতি নামক ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সকল সম্ভাবনাকে নস্যাৎ করছে। স্বাধীনতার আজ ৪৮ বছর পূর্ণ হলেও আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারিনি। আল্লাহ আমাদের মাতৃভূমির প্রতি রহম করুন। সকল উপনিবেশ ও পরাশক্তির হিং¯্র থাবা থেকে রক্ষা করুন।
পরিশেষে, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

Comments

comments

About