হাসতে পারো কত

বাবা : আজ কত তারিখের বর্ণ?
বর্ণ : কেন বাবা! জান না আজ ২১ ফেব্রুয়ারি?
বর্ণ : বাংলা তারিখটা তো…. জানি না বাবা।
সংগ্রহে : মোহাম্মদ রূহুল আমিন,
পাটলী সাতহাল, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

আকিল : জানো মা, গত রাতে স্বপ্নে আমি আমার হোমওয়ার্ক সব শেষ করে ফেলেছি।
মা : স্বপ্নে হোমওয়ার্ক করলে হবে? টিচার কে দেখাবি কী?
আকিল : কেন মা, আমার স্বপ্নে তো টিচারও ছিলেন।

সংগ্রহে : রাজু রহমান
জগন্নাথপুর ডিগ্রী কলেজ, সুনামগঞ্জ।

পুলিশ : আপনি বলছেন, গতরাতে চোর আপনার বাসা থেকে টাকা, ফ্রিজ, গাডি়, অলঙ্কার চুরি করেছে?
মালিক : হ্যাঁ।
মালিক : ওটা নেবে কিভাবে! তখন তো আমি টিভি দেখছিলাম।
পুলিশ : কিন্তুটা টিভিটা নেয়নি কেন?
মালিক : ওটা নেবে কিভাবে! তখন তো আমি টিভি দেখছিলাম।

সংগ্রহে : জান্না রহমান
বুধরাইল, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

মামা ও ভাগ্নের মধ্যে কথা হচ্ছে-
ভাগ্নে : আচ্ছা মামা, আম ও কাঁঠালের সময় ঝড় হয় কেন?
মামা : তুই কি তাও জানিস না ?
ভাগ্নে : না, মামা?
মামা : আরো বোকা! ঝড় না হলে মানুষ গাছের নিচে থেকে আম কুড়াবে কিভাবে?
সংগ্রহে : সাইফুল ইসলাম
কোম্পানীগঞ্জ, সিলেট।

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
আবির : কী করছ?
সামির : না, এই ছ’ মাসের বাচ্চাটার কথা রেকর্ড করছি?
আবির : কেন?
সামির : ও কি বলছে বুঝতে পারছি না। তাই সে বড় হলে জিজ্ঞেস করব, ‘ছ’ মাস বয়সে কী বুঝাতে চেযে়ছিলে তুমি?
সংগ্রহে : লাবীর আহসান
মিঠাপুকুর, রংপুর।

মেযে়র হাতে একটা মশা বসে থাকতে দেখে বাবা মেযে়কে জিজ্ঞাসা করলেন, ‘মা-মণি তুমিট মশাটা মারছ না কেন?
উত্তরে মেযে় বলল, কেন মারব বাবা? আমিতো মশাটাকে রক্ত দিচ্ছি। আমার স্যার তো বলেছেন রক্ত দেয়া একটি মহৎ কাজ।
সংগ্রহে : রেজাউল করিম
দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা।

যাযে়দ এক বালতি পানি নিযে় দৌডে় যাচ্ছে-
মা : আরে যাযে়দ, পানি নিযে় কোথায় যাচ্ছ্সি?
যাযে়দ : আর বলো না মা, আমাদের ওই পুকুরের পানি খুব অপরিষ্কার। তাই সাবান আর পানি দিযে় ধুযে় পরিষ্কার করে দেব।

সংগ্রহে : মো. এমদাদুল হক সাদী
কলুংকা, মোহনগঞ্জ, নেত্রকোনা।

Comments

comments

About

Check Also

হাসতে পারো কত

এক. মা- ছেলেকে ডাক দিয়ে বললো- মা : এই আবুল ডিম খাই্বি না। ছেলে : …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *