কুরআনের আলো হাদিসের আলো

জামাআতে শামিল হওয়ার জন্য মহিলাগণের মসজিদে গমন
হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যদি রাসূলুল্লাহ স. জানতেন যে, মহিলারা কি অবস্থা সৃষ্টি করেছে (কিছুটা অশালীনতা বা রাখ-ঢাকহীনতা), তাহলে তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দেয়া হত যেমন নিষেধ করা হয়েছিল বনী ইসরাঈলের মহিলাদেরকে। হাদীছের রাবী ইয়াহইয়া বিন সাঈদ বলেন, আমি আমরাহ রা.-কে জিজ্ঞেস করলাম, বনী ইসরাঈলের নারীদেরকে নিষেধ করা হয়েছিল কি? তিনি বললেন : হ্যাঁ। -বুখারী-৮২৭
উল্লেখ্য, হযরত ওমর রা. তার আমলে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিয়েছিলেন। আর খোলাফায়ে রাশেদার (আবুবকর, ওমর, ওসমান ও আলী রা.-এর) সুন্নাতকে আঁকড়ে ধরতে জোরালো নির্দেশ দিয়েছেন আল্লাহর নবী হযরত মুহাম্মাদ স. নিজেই।

সালামের পরে জিকির বা দুআ-কালাম পাঠ করা মুসতাহাব পর্যায়ের সুন্নাত
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে, নবী করীম স.-এর সময় মুসল্লীগণ ফরয সালাত শেষ হলে উঁচু আওয়াজে জিকির (দুআ-কালাম)
করতেন। ইবনে আব্বাস রা. বলেন : আমি এরূপ শুনে আমি বুঝতে পারতাম, মুসল্লীগণ সালাত শেষ করে ফেলেছেন। -বুখারী-৮০১

সালাম ফেরানোর পরে ইমাম মুকতাদিগণের দিকে ফিরে বসা মুস্তাহাব পর্যায়ের সুন্নাত
হযরত সামুরা ইবনে জুনদুব রা. থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ স. যখন সালাত শেষ করতেন, তখন আমাদের দিকে মুখ ফেরাতেন। -বুখারী-৮০৫

এক শব্দে ৩ তালাক দিলে ৩ তালাকই পতিত হবে
ইয়াহইয়া রহ. হযরত মালেক রহ. থেকে বর্ণনা করেন যে, ত্ার (হযরত মালেক রহ.-এর কাছে) কাছে এই বার্তা পৌঁছেছে যে, এক ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর কাছে আরজ করল, আমি আমার স্ত্রীকে একশত তালাক দিয়েছি; আমার এই কাজের ব্যাপারে আপনার অভিমত কি? জবাবে ইবনে আব্বাস রা. বললেন : তোমার পক্ষ থেকে ৩ তালাক আদায় হয়েছে আর বাকি ৯৭টি তালাক দিয়ে তুমি আল্লাহর আয়াত/বিধান-এর সাথে ঠাট্টা (বেআদবী) করেছ। -মুআত্তায়ে মালিক রহ., কিতাব ২৯: আত-তালাক, বাব ১: মা জাআ ফিল-বাত্তাহ, হাদীছ-১

Comments

comments

About

Check Also

কুরবানী : আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মোক্ষম সুযোগ

মানব সভ্যতার সুদীর্ঘ ইতিহাস প্রমাণ করে যে দুনিয়ার সব সভ্য জাতি ও সম্প্রদায় কোনোনা কোনোভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *