নাতে রাসুল স.

১.

নদী তুমি কোন মোহনায়
চলছো নিরবধি
একটু দাঁড়াও তোমার কাছে
করছি মিনতি
তোমার স্রোতের সাথে আমায়
যাও নিয়ে সুদূরে
যেন ঐ মদিনার বন্দরে
মোর তরীটা ভীড়ে ॥

আমি গরীব নাই যে আমার
সহায় টাকা কড়ি
পরান কাঁদে যেতে আমার
মদিনাতে উড়ি
এই বিরহে দিবারাতি
আঁসু ধারা ঝরে ॥

চেনা জানা কত মানুষ
মদিনাতে যায়
কেন আমার ডাক আসে না
জানি না যে হায়
আর কত দিন থাকবো আমি
বাংলাদেশে পড়ে ॥

মরণের আগে যদি
না দেখি মদিনা
বেঁচে থাকার স্বাদটুকু আর
নিতে যে চাই না
দয়াল নবী এই অধমের
দয়া যেন করে ॥

২.

পাখিরা বেলা শেষে নীড়ে ফিরে
আমারও তো নীড় আছে ঐ সুদূরে
ঐ নীড় মদিনা সেথায় যাবো
না গেলে মদিনায় পথ হারাবো ॥

আমার প্রাণের নবী যেখানে ঘুমে
শান্তি পাবে দীল সে ভুমি চুমে
রওদ্বা পাকে তাঁর পড়ে থাকবো ॥

ঐ মরুপথ আর খেজুর বাগান
যেখায় হেঁটেছেন নবী দুজাহান
ঐ পথ অলিগলি ঘুরে বেড়াবো ॥

সালাম জানাবো প্রিয় নবীকে
যত বেদনা সব বলবো তাঁকে
দীদার চেয়ে তাঁর কেঁদেই যাবো ॥

মদিনায় আছে জানি সুরভি হাওয়া
ঐ হাওয়া মাটিতে রয়েছে দাওয়া
পাক সুরভি এই প্রাণে ভরবো ॥

খুঁজবো আমি ঐ নবীর সাথী
সোনার মানুষ যারা চির জান্নাতি
তাঁদের যিয়ারতে ধন্য হবো ॥

Comments

comments

About

Check Also

নাতে রাসুল (সা.)

১ ইয়া শাফিয়াল মুজনিবীন ইয়া রাহমাতালল্লিল আলামীন আমি যে তোমারই দিওয়ানা তোমার প্রেমে কর রঙ্গীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *