আমাদের সম্পর্কে

অভিযাত্রিক ফাউন্ডেশন একটি বহুমুখী ইসলামিক প্রতিষ্টান । ইসলামিক সাহিত্য,সংস্কৃতি এবং ইসলামের সঠিক আক্বিদা তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদা-বিশ্বাস চর্চা ও প্রচারের লক্ষ্যে বিভিন্ন উদ্যেগ গ্রহণ করে থাকে । অভিযাত্রিক পত্রিকা হলো এ ফাউন্ডেশনের মুখপত্র,মুখর তারুণ্যের দৃপ্ত মিছিল স্লোগান নিয়ে প্রকাশিত হয় মাসিক অভিযাত্রিক। এর সম্পাদনায় রয়েছেন তরুণ কবি ও গীতিকার রফিকুল ইসলাম মুবিন। আমাদের সাহিত্যাকাশে আজ কালো মেঘের ঘনঘটা । নাস্তিকতা ও অশ্লীলতাকে সাহিত্যের উপজীব্য করে গড়ে তুলা হচ্ছে। এটা সাহিত্যের নামে অপসাহিত্যের নগ্ন আগ্রাসন,সুন্দরের পরিবর্তে অসুন্দরের চর্চা,সত্যের বিরুদ্বে অসত্যের লড়াই । এ আগ্রাসনের মোকাবেলা করতে অভিযাত্রিক-এর এই দুঃসাহসিক পথচলা । অনুসন্ধানী পাঠকগন আমাদের সহযাত্রি হবেন বলে আমরা আশাবাদী । শুরু থেকেই তারুণ্যের এই পত্রিকাটি পাঠকের সাথে কমিটমেন্ট রক্ষা করে আসছে। অভিযাত্রিক প্রজন্মকে নিয়ে এমন এক বন্দরে নোঙর করতে চায়-যেখানে ঊষার আলো জ্বলজ্বল করছে । যেখানে হাতছানি দিচ্ছে মুক্তির অনিন্দ্য সকাল । অভিযাত্রিকের অনলাইন ভার্সনে পথ চলার শুরুতে দেশ-বিদেশের সকল সাহিত্য সংস্কৃতিকর্মী ও এর পৃষ্টপোষকদের জানাই নিরন্তর শুভেচ্ছা । পাঠকই অভিযাত্রিকের প্রাণ । পাঠকদের ভালবাসা নিয়ে অভিযাত্রিক অনেক পথ পাড়ি দিতে চায় ।