নাতে রাসুল (সা.)

নাতে রাসুল স.

১. ওগো রহমতের নবী তুমি যে আমার সবই ॥ তোমার নূরের জ্যোতি চাঁদ-সুরুজে আশিক হৃদয় শুধু তোমার খুঁজে প্রাণ করে আনচান তব সুরভি ॥ গরিব দুঃখীর তুমি বন্ধু সাথী পাক জবানে জপো ইয়া উম্মাতি ধন্য তোমায় পেয়ে কত সাহাবী ॥ একটু দয়া যদি পাই গো তোমায় সফল হয়ে যাবে দু’কুল …

Read More »

না’তে রাসুল(সাঃ)

১. আমি যেখানে থাকি যেভাবে থাকি যেন তোমার গোলাম হয়ে থাকি দিবারাতি ইশকে তোমার নূরের ছবি যেন আঁকি ॥ দীপ্ত আলোয় ভরা তোমারই পথ এ পথে আমায় দাও হিম্মত তোমার দুরুদ জপে যেন হয় শান্ত আমার এ আঁখি ॥ কত মায়ার ডোরে বেঁধেছো আমায় ভুলিতে পারি না আমি কখনো তোমায় …

Read More »

না’তে রাসুল(সাঃ)

জীবনে প্রভাত আসে না রাতের আঁধার কাটে না তোমার দীদার পাইনি বলে ভেসে যাই চোখের নোনা জলে ॥ তোমার নিবাস জানি দূর মদীনায় কবে পাড়ি দেব পাক রওজায় দয়া করে ডেকে নাও তোমার কাছে তুমিহীন সব কিছু যাই গো ভুলে ॥ তোমায় পেলে আমি সবই পাবো দুঃখ ব্যথা সব ভুলে …

Read More »

না’তে রাসুল(সাঃ)

১. ওগো ও প্রিয় নবী ও প্রিয় রাসুল তোমার নুরে রাঙিযে় দাও ধন্য করো দুকুল ॥ জন্ম থেকে শুনছি যবে তোমার মধু নাম তখন তোমার প্রেমে ভরি হৃদয় মকাম কবুল করো গোলাম তোমার মদীনার বুলবুল ॥ নিশিথ রাতে যখন জাগি তোমায় নিযে় ভাবি তোমার দীদার পেলে পাবো জান্নাতের চাবি দাও …

Read More »

না’তে রাসুল(সাঃ)

সকল ঈদের সেরা ঈদ, ঈদে মীলাদুন্নবী আঁধার কেটে উদয় হলো চির উজ্জ্বল রবি ॥ জিন-পরী-হুর-ফেরেশতারা স্বাগত মিছিল করে শ্রেষ্ঠ নবী এলেন ধরায় সকল নবীর পরে সৃষ্টিরাজি সবাই জপে ‘মারহাবা ইয়া নবী’ ॥ যাঁর তরে সৃজন হলো ভুবন পবন এ সংসার তাঁকে পেযে় মহানন্দে উঠলো হেসে দীল সবার দিকে দিকে ছড়ায় …

Read More »

না’তে রাসুল(সাঃ)

মুহাম্মদ নাম জপি তনু মন সপি, খুশিতে হলো আজ হৃদয় লীন পেয়ারা নবীর আগমন দিন ॥ কুল মাখলুক আজ এক সুরে মিলে গাচ্ছে একই গান আগমন হলেন খোদার হাবিব সৃষ্টি জগতের প্রাণ। গাহে কুল দুনিয়া এতো গান শুনিয়া পালাবার পথ খোঁজে পাপ ও হীন ॥ তাঁর পদ বরকতে বেহেস্তি আলো …

Read More »

না’তে রাসুল(সাঃ)

এক জীবনে তোমার পথে চলবো আমি ও নবী অন্ধকারে তুমি আমার প্রদীপ্ত আলোর রবি ॥ এ ধরণীর মোহমায়ায় যখন তোমায় ভুলে যাই অজানা এক শূন্যতায় মনপাপিয়া মোর হারাই দেখতে ব্যাকুল প্রিয়তম তোমারই নূরের ছবি ॥ কত আশিক জিয়ারতে যায় গো তোমার মদীনায় এমন নসীব এ অধমের কপালে কী নাই গো …

Read More »